রমজানের গজল গাইলেন হিরো আলম

সমসাময়িক বিষয় নিয়ে মাঝেমাঝেই গান গেয়ে আলোচনায় থাকেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সেই গান নিয়ে কখনো আলোচনা হয় কখনো বা সমালোচনার শিকার হন তিনি।

তবে এবার রমজান নিয়ে তার গাওয়া গান ‘মাহে রমজান’ গেয়ে প্রশংসায় ভাসছেন হিরো আলম।

গানটি রবিবার (২৬ মার্চ) বিকালে ইসলামিক সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্টুডিও ওয়ান’ থেকে রিলিজ করা হয়।

হিরো আলমের গাওয়া ইসলামিক ওই গানটির লিরিক লিখেছেন আবদুল কাদের হাওলাদার। সাউন্ড ডিজাইন করেছেন মাহদি হাসান। ভিডিও এডিটিংয়ে ছিলেন ওয়াহিদুজ্জামান। আর গানটির প্রডিউসার ছিলেন সিরাজুল ইসলাম আকন।

ইসলামিক এ গানের বিষয়ে হিরো আলম বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামি গান মুক্তি দিলাম আজকে। আশা করছি আমার এ ইসলামি গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //