বিয়ে করলেন জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। আজ বুধবার (২৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
নিজের ভেরিফায়েড প্রোফাইলে ইমরান বিয়ের খবর জানিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।
তিনি আরও লিখেছেন, তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।
সম্প্রতি ইমরানের কণ্ঠে ‘সুরমা সুরমা’ ও ‘মেঘের নৌকা’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিয়ে সঙ্গীতশিল্পী ইমরান তারকা ইমরান মাহমুদুল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh