গ্র্যামি অ্যাওয়ার্ডসে বাজিমাত করলেন যারা

বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় রবিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এবারের ৬৬তম আসর। এবারের আসরে ৯৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

এ আসরে গ্র্যামিতে সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সিজা। আর সাতটি করে মনোনয়ন পেয়েছিলেন ফোবি ব্রিজার্স, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট। মূল আসরে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন নারীরা।

চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের পুরস্কার—
অ্যালবাম অব দ্য ইয়ার: মিডনাইট (টেইলর সুইফট)
রেকর্ড অব দ্য ইয়ার: ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
সং অব দ্য ইয়ার: হোয়াট ওয়াজ আই মেড ফর

বেস্ট পপ সলো পারফরম্যান্স: ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স: গোস্ট ইন দ্য মেশিন (সিজা ফিচারিং ফোবি ব্রিজার্স)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: মিডনাইট (টেইলর সুইফট)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট

বেস্ট ড্যান্স: রাম্বল (স্ক্রিলেক্স, ফ্রেড এগেইন এবং ফ্লোডন)
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং: পদাম পদাম (কাইলি মিনোগ)
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম: অ্যাকচুয়াল লাইফ থ্রি (১ জানুয়ারি-৯ সেপ্টেম্বর ২০২২), ফ্রেড এগেইন

বেস্ট রক পারফরম্যান্স: নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
বেস্ট মেটাল পারফরম্যান্স: ৭২ সিজিন (মেটালিকা)
বেস্ট রক সং: নট স্ট্রং এনাফ (জুলিয়ান, ফোবি ব্রিজার্স, লুসি ড্যাকাস, গীতিকার: বয়জিনিয়াস)
বেস্ট রক অ্যালবাম: দিস ইজ হোয়াই (পারামোর)

বেস্ট র‌্যাপ পারফরম্যান্স: সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কাইলি মাইক)
বেস্ট র‌্যাপ অ্যালবাম: মাইকেল (কিলার মাইক)
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: বিউইচড, লাফি

বেস্ট কান্ট্রি সং: হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন এবং ড্যান উইলসন, গীতিকার: ক্রিস স্ট্যাপলটন)
বেস্ট কান্ট্রি অ্যালবাম: বেল বটম কান্ট্রি (লেনি উইলসন)
বেস্ট ফোক অ্যালবাম: জনি মিচেল অ্যাট এয়ারপোর্ট (জনি মিচেল)
বেস্ট মিউজিক ভিডিও: আই অ্যাম অনলি স্লিপিং (বিটলেস)

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম: দিস মোমেন্ট (শক্তি)
বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: পশতু, বেলা ফ্লেক, এডগার মেয়ার এবং জাকির হোসেন ফিচারিং রাকেশ চৌরাসিয়া

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //