ওয়ারফেজের বর্ণাঢ্য উদযাপন শুরু

গানের ভুবনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ। চলতি বছর ৫ জুন চার দশকের এ মাইলফলক স্পর্শ করেছে ব্যান্ডটি। ১৯৮৪ সালের ৫ জুন গানের ভুবনে আত্মপ্রকাশ করে ওয়ারফেজ। এরপর একে একে আটটি ব্যান্ড অ্যালবাম এবং বেশ কিছু মিক্সড অ্যালবাম ও একক গান প্রকাশ করে জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়।

জনপ্রিয়তা ধরে রেখে দীর্ঘ এই সংগীত সফরকে স্মরণীয় করে রাখতে অ্যালবাম ও স্যুভেনিয়র প্রকাশনার পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে ওয়ারফেজ।

ব্যান্ডের সদস্যরা জানান, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর দিয়ে শুরু হবে তাদের চার দশক পূর্তির উদযাপন। দুই মাসের এই সফরে তারা ডালাস, হিউস্টন, অস্টিন, মিনেসোটা, আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি রাজ্যে কনসার্ট করবেন। তবে দেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ব্যান্ডের রিইউনিয়নের পরিকল্পনা করছে তারা। এ আয়োজনে দলের বর্তমান সদস্যদের পাশাপাশি পুরনো সদস্যরাও উপস্থিত থাকবেন।

এদিকে ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় গানের রিমেক অ্যালবাম ‘পথচলা-২’। এরই মধ্যে এই অ্যালবামের তিনটি গান ‘হারিয়ে তোমাকে’, ‘আলো’ ও ‘অন্ধ জীবন’ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে; যা শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh