নব্বই দর্শকের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। 'প্রেম দাও
নয় বিষ দাও', ‘যদি আশা থাকেরে মনে’, ‘এক নয়নে কাঁন্দো’, ‘মন বড় বেঈমান’, ‘ঘুরাও দু’নয়ন’,
‘আকাশ হারায় নীল’ ও ‘কাল নাগীনি’সহ অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। নতুন প্রজন্মের
মুখেও তার এ সব গান শোনা যায়।
এবার জনপ্রিয় এ তারকা সেই নতুন প্রজন্মের উদ্দেশে ফেসবুকে
বার্তা দিয়েছেন। আজ ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় রুনা লায়লা সাবিনা ইয়াসমিনের পরে সবচেয়ে বেশি সিনেমার গান গেয়েছেন প্রিয় কনকচাঁপা। তিনি তার ছবির নিচে নিজের হাতে লিখেছেন কণ্ঠশ্রমিক কনকচাঁপা। নতুন প্রজন্ম জেনে রাখো। আমরা যখন আমেরিকায় গান করতে আসি। ওয়ার্ক পারমিট ভিসা P3... নিয়ে আসি। মানে হচ্ছে গান গাওয়া একটা কাজ। কাজ তারাই করে যারা শ্রমিক। তাই কণ্ঠশ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি।’
তিনি আরও লেখেন, ‘লতা মঙ্গেশকর যখন আমেরিকায় গান গাইতে আসেন। তিনিও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসেছিলেন। তার মানে দাঁড়াই লতা মঙ্গেশকর নিজেও কণ্ঠশ্রমিক। কিশোর কুমার, মোহাম্মদ রহিম, মান্না দে। মাইকেল জেকসন থেকে ম্যাডোনা। কুমার শানু থেকে অরিজিৎ পর্যন্ত। এন্ড্রু কিশোর সাবিনা ইয়াসমিন রুনা লায়লা। যারা ভালো গান করে এবং যারা রাস্তায় গান করে ভিক্ষা করে তারাও কণ্ঠশ্রমিক। তাই বলে রানু মন্ডলদের সাথে লতা মঙ্গেশকরের তুলনা করা যাবে না। বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা।’
কোনো এক নতুন প্রজন্মের গায়িকা রবির কাছে কণ্ঠশ্রমিক বিষয়টি
জানতে চেয়েছে বলে জানিয়ে তিনি লেখেন, ‘নতুন প্রজন্মের একজন গায়িকা। কণ্ঠ শ্রমিক নিয়ে জানতে চেয়েছিলেন। কে লিখিয়েছেন সেটিও আমি জানি। তাই আমি লিখতে বাধ্য হলাম। কেউ কেউ ইচ্ছে করলে নিজের নামের সাথে কণ্ঠরাজ, কণ্ঠ সম্রাট। মেলোডিকিং। যুবরাজ। গুরু। এসব নিজেই লিখতে পারেন। কিন্তু আমাদের পরিচয় কণ্ঠশ্রমিক।’
সত্য কথা বললে অনেকের গায়ে লাগে সে বিষয় নিয়েও এ কণ্ঠশ্রমিক
লেখেন। তিনি বলেন, ‘সত্যি
কথাগুলো লিখলে অনেকের খারাপ লাগে। অনেকের গায়ে লাগে। দুঃখিত লিখতে বাধ্য হলাম। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীতে আরো অনেক কণ্ঠশ্রমিক আছে। সবার নাম লিখতে পারলাম না বলে দুঃখিত। আমরা সবাই কণ্ঠশ্রমিক। শ্রদ্ধার সঙ্গে বলতে চাই কণ্ঠশ্রমিক।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রবি চৌধুরী কণ্ঠশ্রমিক সংগীত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh