বর্ণময় চরিত্র সারেগামাপাখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি তাকে নিয়ে একটি পোস্ট দেন নির্মাতা অনন্য মামুন। জানা যায়, তার আসন্ন ‘দরদ’ সিনেমায় গেয়েছেন তিনি।
গণমাধ্যমে নোবেল জানান, তিনিও আবার নিজেকে শুধরে নিয়ে শ্রোতাদের মাঝে ফিরতে চান। তবে এরমধ্যে আবারও তার সাবেক স্ত্রী সালসাবিল তাকে নিয়ে মুখ খুলেছেন।
সালসাবিলের দাবি, একইসঙ্গে পাঁচ-সাতজন 'বান্ধবী'কে সঙ্গে নিয়ে নেশায় বুঁদ নোবেল।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে সালসাবিল লেখেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটি সবার সামনে চলে আসবে। যে যেটিতে অভ্যস্ত, সেটিই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।’
সালসাবিলের পোস্ট ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা, একজনের কমেন্টের উত্তর দিতে গিয়ে সালসাবিল ফের লিখেছেন, ‘রিহ্যাব থেকে বের হওয়ার পর একটা মানুষের খাবার কেনার টাকা নেই। মাফ না করলেও খাবার কেনার টাকা দিলাম, উবারভাড়া নেই, তা-ও দিলাম। তিন মাস ভালো হওয়ার নাটক করল, দ্রুত একটা শো আসছে। আবার ড্রাগ শুরু করে দিয়েছে আর সঙ্গে তো পাঁচ-সাতটা গার্লফ্রেন্ড আছেই।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh