শাহ্ হামজার ২৭ বছর আগের গান প্রকাশ

২৭ বছর আগের গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। গানের শিরোনাম ‘যে কথা বলা হয়নি। লতিফুল ইসলাম শিবলীর লেখা এই গানটি প্রথমে ১৯৯৭ সালে ডিজিটন স্টুডিওতে রেকর্ড করা হয়, যেখানে মিক্সিং ও মাস্টারিং করেন আজম বাবু

গানটি একটি আবেগময় ফিউশন, যা শাহ্ হামজা রাগ ভৈরবী এবং ব্লুজ স্কেলের মিশ্রণে গিটার ও পিয়ানো দিয়ে সৃষ্টি করেছেন। হামজার কণ্ঠ, গিটার ও পিয়ানো কম্পোজিশন এই গানটিকে বিশেষ প্রাণ দিয়েছে।

শুরুতে শিবলী এই গানটির শিরোনামে ‘I Love You’ নামে আরেকটি গান আইয়ুব বাচ্চুর জন্য লেখেন। তবে তিনি ‘I Love You’ শব্দটি ‘চিজি মনে করে গানটি করেননি। পরবর্তীতে শিবলী গানটি শাহ্ হামজাকে দেন, এবং তিনি সুর করেন।  এরপর তার প্রথম অ্যালবাম ‘নীরব বেদনাতে এই গানটি ‘I Love You’ নামে প্রকাশিত হয়।

এ বি এ কারণে হামজার ওপর অভিমান প্রকাশ করেন এবং কিছু মিউজিক প্রোডাকশন হাউজের মাধ্যমে তাকে বয়কট করেন, যা তাদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন সৃষ্টি করে। তাদের এই মনোমালিন্য ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত চলতে থাকে।

এমনকি ২০১০ সালে আটলান্টা, জর্জিয়াতে শাহ্ হামজা ‘বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেলেও, এবি তাকে দিতে অস্বীকৃতি জানান। তবে, ২০১৬ সালে আইয়ুব বাচ্চু স্টেজে এসে হামজাকে প্রকাশ্যে স্বীকৃতি ও স্নেহ জানিয়ে মনোমালিন্যের অবসান ঘটান।

হামজা বলেন, ‘প্রথম অ্যালবাম ‘নিরব বেদনা প্রকাশের পর, শিবলী  ‘যে কথা বলা হয়নি শিরোনামে জন্য নতুন লিরিক লেখেন এবং শাহ্ হামজা ১৯৯৭ সালে সম্পূর্ণ গানটির সুর, কম্পোজিশন ও গিটার ও পিয়ানো অংশ তৈরি করেন। অ্যালবাম ‘যে কথা বলা হয়নি সাউন্ডটেক থেকে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি আর প্রকাশ পায়নি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ২৭ বছর পর, অবশেষে এই গানটি পুনরায় আলোর মুখ দেখেছে এবং বিশ্বব্যাপী শ্রোতাদের জন্য মুক্তি পেয়েছে। যা ভারতীয় শাস্ত্রীয় রাগ ও আধুনিক ব্লুজের এক অনন্য মেলবন্ধন হিসেবে বাংলা ও আন্তর্জাতিক শ্রোতাদের কাছে বিশেষ শ্রুতি অভিজ্ঞতা প্রদান করে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh