প্রয়াত সংগীতশিল্পী মনি কিশোরের স্মরণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন জনপ্রিয় গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলার চিত্রশালার মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন গীতিকার শহীদুল্লাহ্ ফরায়জী, শিল্পী মনির খান, সেলিম চৌধুরী, ফকির শাহাবুদ্দীন, এসডি রুবেল, সাজু আহমেদ, হাসান চৌধুরী, সুরকার নাজির মাহমুদসহ আরও অনেকে। অনুষ্ঠানে মনি কিশোরের পরিবার সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় মনি কিশোরকে নিয়ে স্মৃতির ঝাঁপি মেলে ধরেন তারা।
মিল্টন খন্দকারের হাত ধরেই অডিও অঙ্গনে যাত্রা শুরু করেন মনি কিশোর।
স্মরণসভায় তাকে নিয়ে মিল্টন খন্দকার বলেন, তার শিল্পী হওয়ার শুরু থেকে দাফন পর্যন্ত সঙ্গে ছিলাম। আজকের আয়োজন আমি একাই করতে চেয়েছি। তবু মনিকে ভালোবেসে আরও অনেকে আমার সঙ্গে এগিয়ে এসেছেন। তার মেয়ে পড়াশোনার জন্য দেশের বাইরে আছে। আমি তার মেয়েকে বলেছি, এ দেশের সবাই তার বাবাকে ভালোবাসে। আজ এখানে সংগীতাঙ্গনের ব্যক্তিদের উপস্থিতিতে আমার কথা সত্য হয়েছে। মনি আমাদের মাঝে নেই। কিন্তু সে যে গান উপহার দিয়ে গেছে তার মধ্যে দিয়ে আজীবন আমাদের হৃদয়ে থাকবে।
গত ২০ অক্টোবর রামপুরার বনাশ্রীর বাসা থেকে মনি কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
এই শিল্পী মনি কিশোর নামে সংগীতাঙ্গনে পরিচিত হলেও তার প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন এই গায়ক।
মনি কিশোর প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। ৩০টির বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার। যার প্রায় সবগুলোই ছিলো হিট। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পীও ছিলেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh