ইমরানের কণ্ঠে ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’ ও ‘জেনে যাও তুমি’ গানগুলো প্রায় সব শ্রোতারই শোনা হয়েছে। গানগুলোর গীতিকার জামাল হোসেন। এ গীতিকবির আরও কয়েকটি গানে ইমরান সুর-সংগীত পরিচালনা করেন।
দীর্ঘদিন পর আবারও ইমরান জামাল হোসেনর কথায় নতুন গান নিয়ে আসছেন। মঙ্গলবার বিকেল চারটায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘আমি ভেঙ্গে চুরে যাই’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব ও কমলিকা কর্মকার। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। নির্মাতা জানান, এটি কাশ্মীরে চিত্রায়িত হয়েছে।
মডেল আহমেদ বিন সজীব-কমলিকা কর্মকার ও ইমরান
গানটি প্রসঙ্গে জামাল
হোসেন বলেন, ইমরানের সঙ্গে যে কটি গান করেছি সবগুলোই শ্রোতারা গ্রহন করেছেন। ইমরান
বরাবরই সুরের বাইরে গানের কথার দিকেও গুরুত্ব দেয়। সেদিক থেকে তার জন্য একটু ভেবে চিন্তে
গান লিখতে হয়। তবে ভালো রাগার বিষয় হলো, শ্রোতারা আমাদের চেষ্টাকে সার্থক করে তোলেন
যখন গানটি তাদের ভালো লাগে।’
ইমরান বলেন, অনেক দিন পর জামাল ভাইয়ের কথায় আমার একক গান
আসছে। আগের গানগুলো শ্রোতারা বেশ ভালো ভাবেই নিয়েছেন। তাই এ গানটি নিয়েও আমার প্রত্যাশা
আছে। এছাড়া মিউজিক ভিডিওতে নতুনতআব রাখার জন্য কাশ্মীরে এটি চিত্রায়ন করা হয়েছে। আশা
করছি শ্রোতারা নতুন কিছু পাবেন।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইমরান মিউজিক ভিডিও কাশ্মীর
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh