কেমন আছেন গায়ক আগুন

সংগীতশিল্পী আগুন। নব্বই দশকে জনপ্রিয় মিল্পীদের কাতারে আসেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহ ও তার আগুনের পথচলা একই সময়ে শুরু হয়। সালমান শাহার প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় প্লেব্যাক করে তারকাখ্যাতি পান তিনি।

এরপর শুধু সিনেমায় নয়, অডিওতেও তিনি বাজিমাত করেন। একক ও মিক্সড অ্যালবামে পাওয়া যেত তাকে। তবে মাঝে দীর্ঘ সময় অনেকের মতো তিনিও কিছুটা আড়ালে চলে যান। আগুন ভক্তদের অনেকেই জানতে চান কেমন আছেন তিনি?

ভক্ত ও শ্রোতাদের জন্য সুখবর হলো আবারও তিনি সংগীতে সরব হচ্ছেন। এরই মধ্যে ‘মায়াবী’ শিরোনামে একটি গানও প্রকাশ করেছেন আগুন। এছাড়া সংগীত বিষয়ক একটি অনুষ্ঠানও উপস্থাপনা শুরু করেছেন এ তারকা। গানের বাইরে ১৫ বছর পর উপস্থাপনায় ফিরলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন তিনি। তবে সে সময় কোনো কারণ ছাড়াই অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এবার একই অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে তিনি ফিরেছেন। উপস্থাপনা প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতিরও বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। বাংলাদেশ টেলিভিশন আমাকে আবারো আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঙ্গীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেয়ার যে অপসংস্কৃতি প্রচলতি, তা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী তার কাজের ক্ষেত্রে বাধাগ্রস্থ হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাইনা। তাই প্রত্যেক শিল্পীর কাজ করাটাকে শতভাগ নিশ্চিত করতে হবে। কেউই যেন কোনো কারণে ব্ল্যাকলিস্টেড না হয়। সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh