বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে `সবার আগে বাংলাদেশ’
কনসার্টে পারফর্ম করে বেশ সমালোচনার মুখে পড়েন কণ্ঠশিল্পী জেফার। কনসার্টে ব্যাকগ্রাউন্ডে
গান চালিয়ে নাচেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফারের সেই নাচের কিছু পারফরমেন্স ছড়িয়ে পড়তেই শুরু হয় নেটিজেনদের সমালোচনা। ভিডিওগুলোতে একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, সরাসরি গাইছেন না তিনি, বরং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। একই সঙ্গে নাচেন তিনি।
নেটিজিনদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শক মাতাচ্ছেন
জেফার! শুধু তাই নয়, জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন।
এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ এই গায়িকা। নিজের ফেসবুকে
জেফার লিখেছেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি
একাই নাচি নাই! আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন
আপনাদের নিউজে নাই।’
সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের
জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার
কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল।
সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জেফার সবার আগে বাংলাদেশ কনসার্ট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh