আজ বিপিএলের সিলেট মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস ও বাংলা গানের
যুবরাজ আসিফ। ২৩ ডিসেম্বর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের এবারের আসরের উদ্ধোধনী
অনুষ্ঠান। সেখানে পারফরম করেছেন রাহাত ফাতেহ আলী খান। রাজধানী ঢাকার পর আজ সিলেটে অনুষ্ঠিত
হতে যাচ্ছে এই কনসার্টের দ্বিতীয় পর্ব।
বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে।
বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট, খোলা থাকবে
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’ কনসার্ট
নিয়ে জেমসের ভাষ্য, ‘তারুণ্যের উৎসব বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রত্যয় নিয়ে বিসিবির
এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। তাই আজ গানে গানে জাগিয়ে দেওয়া হবে তারুণ্যের উচ্ছ্বাস।’
শিল্পী আসিফ আকবর বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমার যোগসূত্র গড়ে কৈশোরে। তাই সংগীতের মতো ক্রিকেটও আমার জীবনে নানাভাবে প্রভাবিত করেছে। এই দুটি বিষয় এক করেই আমার পথচলা। তাই বিপিএল কনসার্টে পারফর্ম করতে পারা অন্যরকম ভালো লাগার। আমার বিশ্বাস, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে বিসিবির এই আয়োজন সফল হবে। একই সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বর্ণাঢ্য এই আয়োজন ও বিপিএলের এবারের আসর।’
এ পর্বে আরও পারফর্ম করবেন মুজা, সঞ্জয় ও তোশিবা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জেমস আসিফ বিপিএল মিউজিক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh