বাবা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
ঝিনাইদহের নিজ বাড়িতে আজ (২১ জানুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তার বাবা মাহবুব আলী খান(ইন্নালিল্লাহি
ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর।
শতবর্ষী হলেও মাহবুব আলী খান ছিলেন সুস্থ।
বার্ধক্যজনিত সে রকম কোনো অসুখ তার ছিল না। কান্নাজড়িত কণ্ঠে মনির গণমাধ্যমকে বলেন,
‘আজ বিকেল সাড়ে ৪টায় বাবা চলে গেছেন। আগামীকাল বিকেলে শৈলকুপায় তার
নামাজে জানাজা ও সেখানেই তাকে দাফন করা হবে।’
গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন
মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ
কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই
শিল্পী।
১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’
দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক
অ্যালবাম বেরিয়েছে তার। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের
তাজমহল’,
‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির
খান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মনির খান কণ্ঠশিল্পী সংগীত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh