নির্বাচনে হারলেও ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার প্রত্যাখ্যান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন- তিনি এ বিষয়ে নিশ্চয়তা দিতে অস্বীকার করেছেন। 

ডেমোক্রেটিক পার্টির প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ও এমনকি নিজ দলের বিরোধিতা সত্ত্বেও নয়। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বুনিয়াদী ভিত্তি শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কি ঘটছে তা আমাদের দেখতে হবে।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভোটের ফলাফল নিয়ে বিতর্ক সুপ্রিম কোর্টেও যেতে পারে বলে তার বিশ্বাস। কারণ তিনি আগেই পোস্টাল ভোটিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আর করোনার কারণে অ্যামেরিকার ভোটদাতাদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য উৎসাহিত করছে অধিকাংশ রাজ্য।

ট্রাম্প বলেন, আমি ব্যালট নিয়ে সমানে জোরালো অভিযোগ করছি। আর এই ব্যালটই বিপর্যয়ের কারণ হবে। ব্যালটের সমস্যার সমাধান করুন। তাহলে দেখবেন সবকিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে। ক্ষমতার হস্তান্তর হবে না। কারণ আমি হারবো না।

আগামী ৩ নভেম্বর ভোটের আগে মতামত জরিপে বাইডেন রিপাবলিকান প্রার্থীর চেয়ে এগিয়ে থাকার ব্যাপারে তিনি আস্থাহীনতা প্রকাশ করেন।

সাংবাদিকদের কাছে ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন প্রশ্ন তুলে বলেন, আমরা কোন দেশে আছি? দেখুন, তিনি অত্যন্ত অযৌক্তিক বিষয় বলেছেন। আমি জানি না তিনি কি বলতে চেয়েছেন।

রিপাবলিকনি সিনেটর মিট রমনি বলেছেন, সংবিধানের মূল নীতির ব্যাপারে যেকোনো দ্বিধা অভাবনীয় ও অগ্রহণযোগ্য। তিনি এক টুইটে বলেন, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এছাড়া যা হয় তা বেলারুশে হচ্ছে। -এএফপি ও ডয়চে ভেলে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //