ট্রাম্পের ছোট ছেলেরও করোনা হয়েছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও (১৪) করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন। 

তবে তার কোনো লক্ষণ ছিল না এবং বর্তমানে তিনি করোনাজয় করেছেন বলে জানিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) ফার্স্ট লেডি পরিবারের স্বাস্থ্য সম্পর্কে বলেন, ব্যারন যখন কভিড-১৯ পজিটিভ হলো, তখন ভয়টাই সত্যি হলো। তবে সে শক্তিশালী কিশোর আর ওর কোনো উপসর্গও দেখা যায়নি।

তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ও যুক্তরাষ্ট্রেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আমি আক্রান্ত হই দুই সপ্তাহ আগে। এটা আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় যে আমাদের দেশের প্রধান কমান্ডার ও আমার স্বামীও একই খবর পান।

তিনি আরো বলেন, স্বাভাবিকভাবেই আমার দৃষ্টি আমাদের ছেলের দিকে গেল। তবে পরীক্ষায় তার ফল নেগেটিভ আসে। যেহেতু অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, আমিও এর বাইরে নয়। আমি ভাবতে থাকলাম পরবর্তীতে কি হতে পারে। আমার আশংকা সত্যি হলো। পরের পরীক্ষায় ব্যারেনের করোনা শনাক্ত হলো। তবে তার শরীরে কোনো উপসর্গ ছিল না।

মেলানিয়া নিজের করোনা সম্পর্কে বলেন, আমি শরীরে ব্যথা, কাশি ও মাথাব্যথার অভিজ্ঞতা পেয়েছি এবং বেশিরভাগ সময় অত্যন্ত ক্লান্ত অনুভব করেছি। আমি ওষুধের চেয়ে প্রাকৃতিকভাবে চিকিৎসার বিষয়টি বেছে নিয়েছি, ভিটামিন ও স্বাস্থ্যকর খাবার খেয়েছি।

ফার্স্ট লেডির মুখপাত্র জানান, ব্যারন করোনামুক্ত হয়েছে এবং তাকে নিরাপদ রাখতে সকল ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ২ অক্টোবর করোনা আক্রান্তের খবর দেন ট্রাম্প। এর তিনদিন পরই হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি জানান, ট্রাম্প করোনা জয় করেছেন।- সিনহুয়া ও ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //