এই দিনটি গণতন্ত্রের: বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

শপথ নেয়ার পর জো বাইডেন ভাষণে বলেছেন, “এই দিনটি গণতন্ত্রের। এই দিনটি আমেরিকার। এই দিনটি ইতিহাস ও আশার দিন।”

তিনি বলেন, বিভিন্ন সময়ে আমেরিকাকে পরীক্ষা দিতে হয়েছে, তার দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকে আমরা গণতন্ত্রের বিজয় উদযাপন করছি।

জো বাইডেন বলেন, আমরা শিখেছি যে গণতন্ত্র অত্যন্ত মূল্যবান। যেখানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে কয়েকদিন আগে সহিংসতা ঘটে গেছে যা ক্যাপিটল হিলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এখন তিনি সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন।

যারা উপস্থিত হতে পারেননি তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিতি উভয় দলের আমার পূর্বসূরিদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের সংবিধান এবং তার শক্তি, আমাদের জাতির শক্তি সম্পর্কে অবগত। গতকাল কথা হলো প্রেসিডেন্ট চার্টারের সঙ্গে। তিনি আজ আসতে পারেননি। দেশের প্রতি তার সেবার জন্য তাকে অভিবাদন জানাই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //