ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ১২:৪৫ পিএম
ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ফেব্রুয়ারি মাস থেকে দ্বিতীয়বারের মতো অভিশংসন বিচার শুরু হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি সমঝোতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে ‘সহিংসতায় উস্কানি’ দেয়ার অভিযোগে অভিশংসন আর্টিকেলটি আগামী সোমবার সিনেটে পাঠাবে ডেমোক্র্যাটরা। কিন্তু ৮ ফেব্রুয়ারির আগে এই বিষয়ে শুনানি শুরু হবে না। কারণ ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের দুই সপ্তাহ সময় দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারির ভয়াবহ সহিংসতার জন্য সাবেক প্রেসিডেন্টকে দায়ী করছে ডেমোক্র্যাটরা। এই সহিংসতার জন্য গত সপ্তাহে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। ফলে এখন সিনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।
সেক্ষেত্রে তিনি হবেন সিনেটে বিচার হওয়া সাবেক প্রেসিডেন্ট হিসাবে প্রথম ব্যক্তি। এর আগে আর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।
তার বিরুদ্ধে দ্বিতীয়বারের এই বিচার কার্যক্রম শুরু হচ্ছে ঠিক প্রায় এক বছর পরে, যখন সিনেট তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর কংগ্রেসের কাজে বাধা দেয়ার মতো অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য ইউক্রেনের ওপর চাপ দেয়ার অভিযোগ ওঠায় সেবার তাকে অভিশংসিত করেছিল হাউস অব রিপ্রেজেন্টেটিভ।
ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত বুধবার ও তিনি বাইডেনের অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে চলে গেছেন। সিনেটের ডেমোক্র্যাট শীর্ষ নেতা চাক শুমার গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) বলেছেন, অভিশংসনের নিবন্ধটি সোমবার সিনেটে তুলে ধরা হবে। ট্রাম্পের অভিশংসনের ব্যাপারে একটি বিচার কার্যক্রম পরিচালনা করবে সিনেট। এটা হবে পুরাদস্তুর নিরপেক্ষ বিচার কার্যক্রম।
ক্যাপিটল হিলের দাঙ্গার সময় ট্রাম্পের আচরণের কারণে তার অভিশংসন প্রক্রিয়া চলছে। সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের কাছে তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, যেন তারা ‘শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকের মতো’ তাদের কণ্ঠ তুলে ধরেন। সেইসাথে তিনি এও বলেছিলেন যেন তার ‘ভয়াবহভাবে’ লড়াই করেন।
সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের অফিস জানিয়েছে, বিচার কার্যক্রম শুরুর আগে ট্রাম্পকে আরো কিছু সময় দেয়ার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন শুমার সেই অনুরোধ রক্ষা করায় তিনি খুশি হয়েছেন। এখন সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার কার্যক্রম শুরু হবে নয়ই ফেব্রুয়ারি।
হাউস অব রিপ্রেজেন্টিটিভে অভিশংসন প্রস্তাব পাস হলেও সেটা সিনেটে শুনানির পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস হতে হবে। -বিবিসি
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh