বাইডেনের শপথে থাকা ১৫০ সেনা করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডো বাইডেনের শপথ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে ১৫০ থেকে ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা বলেন, দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে। তবে গত কয়েকদিনে শহরে ২৫ হাজারের অধিক সেনা মোতায়েন করা হয়। এর মধ্যে আক্রান্তের এই হার খুব বেশি নয়।

এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা বাহিনী জানায়, এটা শুধু করোনাভাইরাসের বিষয় নয়। সদস্যরা ব্যক্তিগতভাবেই সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের নির্দেশনা মতে স্বাস্থ্য পরীক্ষা করেন। তারা তাদের বাড়ি ত্যাগ করার পূর্বে ও শহরে প্রবেশ করার আগে শরীরের তাপমাত্র পরীক্ষা করেন।

মার্কিন এক সেনা কর্মকর্তা জানান, হাজার হাজার সেনাকে তাদের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী পাঁচ থেকে ১০ দিনের মধ্যে প্রায় একহাজার ৫০০ সেনা ওয়াশিংটন ত্যাগ করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //