ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলি নগর কর্তৃপক্ষ।

এই বড় অংকের ক্ষতিপূরণ দিয়ে মামলাটি মীমাংসা করার প্রস্তাব স্থানীয় সময় গতকাল শুক্রবার (১২ মার্চ) নগর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়।

মিনিয়াপোলির মেয়র জ্যাকব ফেরি এ বিষয়ে ফ্লয়েডের পরিবারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করার কথা বলেছেন। 

জাল নোট ব্যবহারের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছরের ২৫ মে আটক করে মিনিয়াপোলি শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামে এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। এর প্রতিবাদে গত বছরের মে মাসে ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।

গত বছরের জুলাই মাসে মিনিয়াপোলিস নগর কাউন্সিলসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফ্লয়েডের পরিবার।

ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেছেন, ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমি ও আমার পরিবার সন্তুষ্ট। ভাইয়ের মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। এরপরও জেনে ভালো লাগছে যে, কিভাবে বেঁচে থাকতে হয় এটা সারা বিশ্বকে দেখিয়েছেন জর্জ ফ্লয়েড।

ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ডেরেক চৌভিনের বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নয়। তিনি শুধু তার পুলিশের প্রশিক্ষণকে কাজে লাগিয়েছেন। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের বিচারের শুনানি।

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্র্যাম্প বলেছেন, একজন কৃষ্ণাঙ্গ মৃত্যুর মামলার সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি কোনো কৃষ্ণাঙ্গ মানুষের জীবনের জন্য একটি শক্তিশালী বার্তা। এতে করে কোনো একটি রঙের বিরুদ্ধে পুলিশি বর্বরতার অবসান ঘটবে। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //