বিল গেটসের ১৮০ কোটি ডলার মেলিন্ডার

সম্প্রতি ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তবে তাদের বিপুল পরিমাণ সম্পত্তির কী হবে, তা নিয়ে শুরু হয় জল্পনা। এরই মধ্যে বিল গেটসের সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি ক্যাসকেড এই সপ্তাহে ১৮০ কোটি ডলার মূল্যের শেয়ার মেলিন্ডার নামে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ বলছে, মেলিন্ডা গেটস বর্তমানে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির ১৪ কোটি শেয়ারের মালিক, যার বাজারদর ১৫০ কোটি ডলার। এছাড়া অটোনেশন ইনকর্পোরেশনের ২৯ লাখের বেশি শেয়ার হস্তান্তর করা হয়েছে মেলিন্ডার নামে, যেগুলোর দাম ৩০ কোটি ডলারের বেশি।

ক্যাসকেড কোম্পানি বিল গেটসের সম্পত্তি ব্যবস্থাপনা করে। ১৯৭৫ সালে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠা করার পর বিলের বেশিরভাগ সম্পত্তি এখান থেকেই এসেছে। ২০১৪ সালে কোম্পানির চেয়ারম্যানের পদ ছেড়ে দেন তিনি।

ব্লুমবার্গের ইনডেক্স অনুযায়ী, বিল ও মেলিন্ডার মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //