মেক্সিকোতে নারীবাদীদের বিক্ষোভে গুলি, নিহত ৩

মেক্সিকোর সনোরায় নারীবাদীদের এক বিক্ষোভ সমাবেশে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার গোয়েইমাস শহরের মিউনিসিপাল প্যালেসের বাইরে এ ঘটনা ঘটেছে।  

মেক্সিকান সংবাদপত্র লা হর্নাদার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত নারী বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন। নিহত বাকি দুইজন শহরের মেয়র কার্লা করডোভার দেহরক্ষী ছিলেন। এছাড়া গুলির ঘটনার বিস্তারিত জানা যায়নি।

মেক্সিকোর বিভিন্ন শহরে নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী পুলিশের আত্মরক্ষার বর্ম কেড়ে নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে স্মোক বোমা (ধোঁয়া বোমা) ছোড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভ-সহিংসতায় ১০ নারী পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশেও নারীর প্রতি সহিংসতা বন্ধে একই রকমভাবে বিক্ষোভ হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //