রুম ডেটিংয়ে সোলাইমানি হত্যার প্রতিশোধ!

ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার কাসেম সোলাইমানিকে দুই বছর আগে ইরাকের বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় হত্যা করেছিলো মার্কিন যুক্তরাষ্ট্র।

ওই হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে গিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেছেন ২১ বছর বয়সি ইরানি-আমেরিকান তরুণী নিকা নিকাউবিন।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম মিডলইস্টআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সানসেট স্টেশন হোটেলে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, নিকা নিকাউবিনের সঙ্গে ওই যুবকের প্রথমে ডেটিং অ্যাপে পরিচয় হয়। পরে তারা ৫ মার্চ যুক্তরাষ্ট্রের হেন্ডারসনের সানসেট স্টেশন হোটেলে সাক্ষাতে সম্মত হন এবং হোটেলের একটি রুম ভাড়া নেন। এরপর তারা ওই রুমে ওঠেন। পরে দুজন যখন আরও ঘনিষ্ট হচ্ছিলেন তখন ওই নারী যুবকের চোখ বেঁধে দেন। রুমের আলো নিভিয়ে দেন। এর কয়েক মিনিট পর ওই ব্যক্তির ঘাড়ের এক পাশে ব্যথা অনুভব করেন। 

এতে আরও বলা হয়, ছুরিকাঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান এবং জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন দেন। 

একই সময় নিকাও রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেলকর্মীদের বলেন, তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন। তিনি প্রতিশোধ নিতে চান।

তবে ছুরিকাঘাতপ্রাপ্ত ব্যক্তির সবশেষ অবস্থা ওই প্রতিবেদনে জানানো হয়নি।

পুলিশ ওই তরুণীকে আটক করেছে। অস্ত্র বহন এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শুনানির জন্য নিকাকে ২৪ মার্চ আদালতে তোলা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //