করোনায় আক্রান্ত কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

ইতোমধ্যে কোয়ারেন্টাইনে অবস্থান করছেন কমলা হ্যারিস। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। 

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি ক্রিস্টেন অ্যালেন এক বিবৃতিতে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস র‌্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি আপাতত আইসোলেশনে থাকবেন এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন। 

এদিকে এ খবর সামনে আসার পরেই হোয়াইট হাউসে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কার কার সংস্পর্শে এসেছেন সে বিষয়ে খোঁজখবর চালানো হচ্ছে।

তবে অ্যালেন বলেন, ভ্রমণসূচি আলাদা থাকার কারণে সাম্প্রতিক সময়ে জো বাইডেন এবং ফাস্ট লেডি ঝিল বাইডেনের সংস্পর্শে আসেননি ভাইস হ্যারিস প্রেসিডেন্ট। করোনা নেগেটিভ হওয়ার পরই হোয়াইট হাউজে ফিরবেন তিনি।

হ্যারিস ২০২১ সালের জানুয়ারিতে মডার্নার দুই ডোজ টিকা সম্পূর্ণ করেন। এরপর অক্টোবরের শেষের দিকে প্রথম বুস্টার ডোজ এবং এ বছরের ১ এপ্রিল দ্বিতীয় বুস্টার ডোজ নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //