সাংবাদিক শিরিন হত্যায় এফবিআইয়ের তদন্ত চান কংগ্রেসম্যানরা

আল-জাজিরার সাংবাদিক ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মাধ্যমে তদন্ত দাবি করছেন মার্কিন আইনপ্রণেতারা।

আজ রবিবার (২২ মে) কংগ্রেসম্যান আন্দ্রে কারসন আল-জাজিরাকে এই কথা জানান।

তিনি বলেন, সাংবাদিক হত্যার ঘটনায় মার্কিন তদন্ত চেয়ে লেখা চিঠি ‘ব্যাপক’ সমর্থন পাচ্ছে। 

আল-জাজিরা জানিয়েছে, এরই মধ্যে এফবিআইয়ের মাধ্যমে তদন্ত চেয়ে ওই চিঠিতে ৫৫ জনের বেশি স্বাক্ষর করেছেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বরাবর এই চিঠি লেখা হয়েছে। এই কংগ্রেসনাল চিঠির নেতৃত্ব দিচ্ছেন কারসন। 

গত বৃহস্পতিবার (১৯ মে) তিনি বলেন, ‘আমরা এই মহান সাংবাদিককে হারিয়ে শোক পালন করে যাচ্ছি। তিনি দায়িত্ব পালনকালে মর্মান্তিকভাবে খুন হয়েছেন। আমরা এর জবাব চাই।’

১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় শিরিনের। আল-জাজিরার দাবি, এটি ঠান্ডা মাথার খুন। শিরিনের নিহত হওয়ার ঘটনায় বিশ^ব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //