কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে গ্রীষ্মকালীন ঝড়ের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের পর থেকে দেশটির এ দুই প্রদেশে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৯ লাখ বাড়ি-ঘর।
গতকাল শনিবার (২১ মে) দেশটির সরকারি কর্তৃপক্ষ একথা জানায়।
অন্টারিও পুলিশ এক টুইট বার্তায় জানায়, ঝড়ের কারণে আন্টারিও প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন। ঝড়ের সময় বজ্রপাতের ঘটনাও ঘটে।
অন্টারিও প্রদেশে ঝড়ের সময় একটি ট্রেলারে গাছ ভেঙে পড়লে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ঝড়ের মধ্যে হেটে যাওয়ার সময় গাছ ভেঙে ৭০ বছর বয়সী অপর এক নারীর মৃত্যু হয়।
এদিকে অটোয়ায় ঝড়ের মধ্যে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। কিন্তু স্থানীয় পুলিশ নিহত ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।
প্রাণ হারানো চতুর্থ ব্যক্তি একজন নারী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিসি জানায়, ঝড়ের মধ্যে অটোয়া নদীতে নৌকা চালানোর সময় সেটি ডুবে গেলে ৫০ বছরের বেশি বয়সী ওই নারী মারা যান। সূত্র: এনডিটিভি
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh