যুক্তরাষ্ট্র ও কানাডায় হেপাটাইটিস এ-এর প্রাদুর্ভাব

দূষিত অর্গানিক স্ট্রবেরি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হেপাটাইটিস এ-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ)।

স্ট্রবেরিগুলো ৫ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ফ্রেশক্যাম্পো বা এইচইবি ব্র্যান্ডের নামে বিক্রি হয়েছিল।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের ১৫ জনই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। একইসময় কানাডায় ১০ জনের হেপাটাইটিস এ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চার জন আলবার্ট এবং ছয় জন সাসকাচুয়ানের বাসিন্দা।

এফডিএ জানিয়েছে, ফলটি দেশব্যাপী ট্রেডার জো এবং ওয়ালমার্টসহ অন্তত ৯টি চেইনশপে বিক্রি হয়েছিল।

কানাডার পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) জানিয়েছে, স্ট্রবেরিগুলো সাসকাচুয়ান ও আলবার্টার দোকানগুলোতে ৫ থেকে ৯ মার্চের মধ্যে বিক্রি হয়েছিল এবং এখন আর নেই।

হেপাটাইটিস এ একটা ভাইরাস, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে লিভার (যকৃৎ) আক্রান্ত হয় ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //