খোলা চিঠি লিখে বরখাস্ত স্পেসএক্সের ৫ কর্মী

সমালোচনা সহ্য করতে পারেন না ইলন মাস্ক। তাই নিজের মহাকাশযান প্রকৌশল কোম্পানি স্পেসএক্সের পাঁচ কর্মীকে বরখাস্ত করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্কের আচরণ নিয়ে সমালোচনা করায় পাঁচ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

তারা তাদের সহকর্মীদের উদ্দেশে তিনটি দাবিসহ একটি খোলা চিঠি লিখেছিলেন। যেটি পছন্দ হয়নি ইলন মাস্কের।

ওই কর্মীদের বিরুদ্ধে কোম্পানির তথ্য প্রচারের অভিযোগও করা হয়েছে। 

খবরে আরো বলা হয়, কর্মী বরখাস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রয়টার্সের অনুরোধ করলও সাড়া দেয়নি স্পেসএক্স।

উল্লেখ্য, টুইটার কেনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ইলন মাস্কের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগও। যদিও এসব অভিযোগকে পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //