বিয়ে থেকে ফেরার পথে নৌকাডুবে নিহত ১০৩

নাইজেরিয়ায় রিয়ায় নদীতে নৌকা ডুবে ১০৩ জন নিহত হয়েছেন। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। 

বুধবার (১৪ জুন) দ্য নিউ ইউর্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার নৌযানটি পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোয়ারার নাইজার নদীতে যাত্রা করছিল। পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। 

তিনি আরও বলেন, নৌকাটি ভোররাতে অন্ধকারে ডুবে যায়। আমাদের অনেক পরে এ বিষয়ে জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরাও ছিল।  

নৌকায় থাকাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি। তবে নাইজেরিয়ায় বর্ষাকালে অতি বৃষ্টিপাত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //