মেক্সিকোতে তীব্র দাবদাহে শতাধিক মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোতে তীব্র দাবদাহের ফলে হিটস্ট্রোকে জুন মাসে ১ শত মানুষের প্রাণহানি ঘটেছে। বিষয়টি মেক্সিকো সরকার বৃহস্পতিবার (২৯ জুন) নিশ্চিত করেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, দেশটিতে গত জুনের ১২-১৫ তারিখের মধ্যেই দাবদাহের ফলে ১ হাজার মানুষকে জরুরি সেবার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ১০৪  জন মারা গিয়েছিলেন। 

পরে জুনের ১৮-২৪ এর মধ্যে দেশজুড়ে আরো ৬৯ জনের মৃত্য হয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) প্রবাহিত হচ্ছে। অন্যদিকে উত্তর পশ্চিমের সোনোরাতে ৪৯ ডিগ্রী সেলসিয়াস (১২ ডিগ্রী ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে জুন মাসে তিন সপ্তাহব্যাপী রেকর্ড দাবদাহের ফলে  বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রিডেও ছিল বেশ চাপ।

এদিকে কর্তৃপক্ষ কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসসমূহ স্থগিত করেছে। 

মেক্সিকোর উত্তরাঞ্চলে তাপমাত্রা বেশি বলে রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। নুয়েভো লিওনে ৬৪ জন ও তামাউলিপাসে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিকে কর্তৃপক্ষ ১ জুলাই থেকে জররি অবস্থা জারি করতে যাচ্ছে।

এর আগে গত মে মাসে জাতিসংঘ বিশ্বকে ২০২৩-২০২৭ সাল এই পাঁচ বছর সর্বোচ্চ উষ্ণকালীন সময় পার করতে হবে বলে সতর্কতা দিয়েছিল। 

উল্লেখ্য, এবছর মেক্সিকোতে প্রায় সব মৃত্যুর জন্য হিট স্ট্রোক দায়ী ছিল। যার মধ্যে অল্প কিছু ছিল পানিশূন্যতার ফলেও হয়েছিল।

সূত্র ডিডব্লিউ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //