গোপন নথি উদ্ধার
হোয়াইট হাউস জানিয়েছে, বিশেষ কাউন্সেল রবার্ট হুরের নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গোপন নথি সংক্রান্ত ইস্যুতে তদন্তের অংশ হিসাবে বাইডেনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিষয়টি জানেন এমন একজন ব্যক্তি বলেন, হুর ব্যক্তিগতভাবে সাক্ষাৎকারের নেতৃত্ব দিয়েছে। সোমবার (৯ অক্টোবর) রাতে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস বলেন, রবিবার ও সোমবার দুই দিন ধরে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে।
তিনি বলেন, " আমরা শুরু থেকেই বলেছি, প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউস এই তদন্তে সহযোগিতা করছে। আর এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্যগুলো আমরা হালনাগাদ করে প্রকাশ্যে সরবরাহ করেছি।"
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কয়েক সপ্তাহ আগে সাক্ষাৎকারটি হওয়ার কথা ছিল। এর আগে আগস্টে লেক তাহো পরিদর্শনের সময় সাক্ষাত্কারে বসার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, "এমন কোনও অনুরোধ আমি পাইনি এবং এ বিষয়ে কোনও আগ্রহ নেই।" তবে হুর এবং বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নি বব বাউয়ারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে (২০০৯-১৭ সাল) ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। সে সময়ের বেশ কিছু গোপন সরকারি নথি (শ্রেণিবদ্ধ নথি) সম্প্রতি বাইডেনের ডেলাওয়ারের বাড়ি ও ওয়াশিংটন ডিসির সাবেক ব্যক্তিগত প্রতিষ্ঠানের কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছিল।
শ্রেণিবদ্ধ এসব নথির অনুপযুক্ত সংরক্ষণের ঘটনা তদন্তে গত জানুয়ারি মাসে বিশেষ কৌঁসুলি হিসেবে রবার্ট হুরকে নিয়োগ দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। হোয়াইট হাউসের কৌঁসুলির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, তারা শুরু থেকেই বলে আসছেন যে হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট বাইডেন এই তদন্তে সহযোগিতা করে আসছেন।
তবে তদন্তের অংশ হিসেবে বিশেষ কৌঁসুলি রবার্ট হুর যে বাইডেনের সাক্ষাৎকার নিয়েছেন, সে বিষয়ে বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বাইডেন। এ নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
এনবিসি নিউজ জানিয়েছে যে বাইডেন এবং হুর সাক্ষাত্কারের শর্তাবলী নিয়ে আলোচনা করেছিলেন। যার মধ্যে সাক্ষাত্কারের সময় এবং অবস্থান সম্পর্কে বিশদ বিবরণের পাশাপাশি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও অবহিত করা হয়েছিল। বিষয়টি জানেন এমন পরিচিত দুজন ব্যক্তি আগস্টে এ তথ্য জানিয়েছিলেন।
উল্লেখ্য, হুর ট্রাম্প প্রশাসনের সময় মেরিল্যান্ডের মার্কিন অ্যাটর্নি ছিলেন।
সূত্র: এনবিসি নিউজ
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh