১৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির অভিযোগে মধ্য আমেরিকার চার দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে নিকারাগুয়ায় মার্কিন দূতাবাস।

দেশ চারটি হলো- নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন করে ৮ জন নিকারাগুয়া ও গুয়াতেমালার বাসিন্দা এবং ৩ জন করে ৬ জন হন্ডুরাস ও এল সালভাদরের নাগরিক। এই ১৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের আইনের ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই প্রতিবেদনে এমন ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে হেয় ও অবমাননা করেছে। সেই সঙ্গে বড় ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন অথবা এই চার দেশ স্বাধীন-স্বতন্ত্রভাবে দুর্নীতির তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন। ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা- সংশোধিত- অনুসারে তালিকাভুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে বিবেচিত হবেন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অঞ্চলে শক্তিশালী গণতান্ত্রিক শাসন নিশ্চিতে প্রচার-প্রচারণা চালানো মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য এবং যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। দুর্নীতি ও অন্যান্য কার্যকলাপ মধ্য আমেরিকার দেশগুলোর গণতন্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে, অস্থিরতার দিকে নিয়ে যায় এবং যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীর ঢল সৃষ্টি করে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //