গাঁজাসেবীদের ক্ষমা করে দিচ্ছেন বাইডেন

কয়েক হাজার গাঁজাসেবী ও এ বিষয়ক মামলায় অভিযুক্তদের ক্ষমা করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাঁজা নিয়ে আমাদের ব্যর্থ কর্মপদ্ধতির কারণে বহু জীবন হুমকির মুখে পড়েছে। এসব ভুল শুধরে নেওয়ার এখনই সময়।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে,  সাজা খাটছেন এমন ১১ জনসহ বিপুল সংখ্যক মানুষকে নির্বাহী আদেশে ক্ষমা করতে যাচ্ছেন বাইডেন। 

ক্ষমা প্রদানের এই সিদ্ধান্ত ‘বাস্তবতার নিরিখে ন্যায়বিচারের প্রতিশ্রুতি’ বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাঁজার ব্যবহার ও সেবন নিয়ে যে অপরাধের চিত্র দেখা যাচ্ছে- এটি বেকারত্ব, আবাসন এবং শিক্ষা খাতের সব সুযোগসুবিধা পেতে অযথাই বাধা হিসেবে দেখা দেয়।

তিনি আরও বলেন, গাঁজা সেবন ও এর আসক্তির কারণে একজনকেও ফেডারেল কারাগারে বন্দি করে রাখা উচিত নয়। এমনকি স্থানীয় কারাগারেও নয়।

২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের আগ মুহূর্তে বাইডেন ক্ষমা প্রদানের যে ঘোষণা দিয়েছিলেন, শুক্রবার তারই বাস্তবায়নের তথ্য জানাল হোয়াইট হাউস।

এর ফলে কয়েক হাজার মানুষ কোর্ট-কাচারির বেড়াজাল থেকে মুক্তি পাবে। তবে কতজনকে ক্ষমা করে দেওয়া হচ্ছে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //