সরে দাঁড়ালেন নিকি, ট্রাম্পের পথ সুগম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাস্তা সুগম করে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলেন রিপাবলিকান দলের পদপ্রার্থী নিকি হ্যালি। এর মধ্য দিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিপক্ষ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেতে যাচ্ছেন। খবর রয়টার্সের

সাবেক সাউথ ক্যারোলিনার গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি চার্লসটনে এক ভাষণে নিজের প্রার্থীতা ফিরিয়ে নেন।

একদিন আগেই সুপার মঙ্গলবারে ডোনাল্ড ট্রাম্প হ্যালিকে ১৪টি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারিতে পরাজিত করেন।

ভাষণে হ্যালি বলেন, আমার প্রার্থীতা প্রত্যাহারের সময় হয়ে গেছে। আমার কোনো আফসোস নেই।  

আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হলেও তাকে সমর্থন দেননি হ্যালি। বরং ভাষণে এখন ট্রাম্পের উচিত হবে দলের এবং বাইরের ভোটগুলো আদায় করা বলে মন্তব্য করেন।  

নিজের বৈদেশিক নীতিসংক্রান্ত অভিজ্ঞতার দিকে দৃষ্টি আকর্ষণ করে হ্যালি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখা।

ক্যাম্পেইন চলাকালে হ্যালি বারবার ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা উচিত বলে মন্তব্য করেছেন, যা ট্রাম্পের অবস্থানের একেবারেই উল্টো।

ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দলের অন্য যেকোনো প্রার্থীর তুলনায় হ্যালি নির্বাচনের মাঠে অনেক বেশি সময় টিকে ছিলেন। কিন্তু তিনি কখনোই ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি।

ট্রাম্প এবং বাইডেনের লড়াই নিয়ে অনেকের মাঝেই অনাগ্রহ কাজ করছে, কারণ উভয়েরই প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন খুব কম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //