ফক্স নিউজের সঞ্চালকের সাথে তর্কে জড়ালেন কমলা হ্যারিস

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় সঞ্চালক ব্রেট বেয়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। অভিবাসন এবং লিঙ্গ রূপান্তরজনিত অস্ত্রোপচার  প্রসঙ্গে কথা বলার সময় এ তর্কে জড়ান তারা। 

গতকাল বুধবার (১৬ অক্টোবর) ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এমন ঘটনা ঘটে। 

কমলা প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঞ্চালক ব্রেট বেয়ারকে বারবারই মাঝপথে কথা বলতে দেখা গেছে। কমলাও তখন তাকে বারবার বলছিলেন, ‘আমাকে শেষ করতে দিন।’

আধা ঘণ্টার ওই সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশে কমলার কাছে তার গত সপ্তাহে করা বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। তবে বুধবার সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী কমলা বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ প্রেসিডেন্ট জো বাইডেনের কাজের ধারায় হবে না।’

প্রেসিডেন্ট হলে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি বলেন, ‘আমি নেতৃত্বের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছি।’

তবে ট্রাম্পের প্রচার শিবির দ্রুতই কমলার সাক্ষাৎকারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সাক্ষাৎকারটিকে ‘লাইনচ্যুত’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, কমলা খেপে গিয়েছিলেন এবং আত্মপক্ষ সমর্থন করে কথা বলেছেন। মার্কিন নাগরিকেরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার দায় তিনি আবারও এড়িয়ে গেছেন।

প্রসঙ্গত, গত জুলাইয়ে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তার জায়গায় কমলা প্রার্থী হন। মঙ্গলবার বাইডেনও বলেছেন, ‘কমলা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে নিজের রাস্তা নিজে তৈরি করবেন।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh