যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, যদি প্রেসিডেন্ট জো বাইডেন আরও আগেই নির্বাচন থেকে সরে দাঁড়াতেন, তাহলে তার দল গত মঙ্গলবারের ভোটে আরও ভালো করতে পারত। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট যদি আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিতেন, তাহলে হয়তো অন্য প্রার্থীরা নির্বাচনের দৌড়ে আসত। খবর নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই রাজনীতিবিদ সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
ন্যান্সি বলেন,প্রেসিডেন্ট যদি প্রচারণা না চালাতেন,তাহলে নির্বাচনী প্রতিযোগিতায় ডেমোক্র্যাট প্রার্থীরা আরও ভালো করতে পারত। মঙ্গলবারের নির্বাচনে হেরে হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষের দখল হারানোর পরে ন্যান্সির এ মন্তব্য বাইডেনকে বেকায়দায় ফেলেছে।
জুলাইয়ের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্বল বিতর্কের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন জো বাইডেন। এরপর তাড়াহুড়ো করে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন করেছিলেন।
মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ট্রাম্পের কাছে পরাজয় বরণ করেন।নিউইয়র্ক টাইমসকে ন্যান্সি বলেন,বাইডেন নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়ার পর বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।কিন্তু বাইডেন তড়িঘড়ি করে দ্রুত কমলা হ্যারিসকে মনোনীত করেন।
ন্যান্সি মনে করেন,কমলা যদি শুরু থেকে বাইডেনকে বাদ দিয়ে অন্য ডেমোক্র্যাটদের সমর্থনে প্রচারণা শুরু করতে পারতেন তবে তিনি নির্বাচনে ভালো ফল করতে পারতেন।বাইডেনের মধ্যপ্রাচ্য-নীতি ও ইসরায়েল তোষণের কারণে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডেমোক্র্যাট বাইডেনকেই দায়ী যুক্তরাষ্ট্রে ন্যান্সি পেলোসি নিউ ইয়র্ক টাইমস ডেমোক্র্যাট প্রার্থী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh