অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন ডেস্ক
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় একটি ফ্লাইটে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট দেশটির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে এটি একপাশে কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়।
যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি ও আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এয়ার কানাডার একটি ফ্লাইট তার ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দেশটির হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
সেন্ট জন’স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়া এয়ার কানাডার ২২৫৯ ফ্লাইটটি অবতরণের সময় সমস্যার মুখে পড়ে এবং ল্যান্ডিং গিয়ার সমস্যার কারণে বিমানটি কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। অবশ্য এই ঘটনার পরপরই ফ্লাইটের আরোহী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ক্রুরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আরোহীদের নিরাপদে উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে সেটি ফ্লাইটের আরোহী কোনও যাত্রীই ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়ে ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে বিমানটি। আচমকা সেটি কাত হয়ে গেল একদিকে। তাতে বিমানের ডানাটির সঙ্গে রানওয়ের ঘষা লাগে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ডানায়। সেই অবস্থাতেই দ্রুত ছুটে চলে বিমানটি।
সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটির বয়স প্রায় ২৪ বছর। প্রাট ও হুইটনে ইঞ্জিন রয়েছে বিমানটিতে। এয়ার কানাডার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই ফ্লাইটটি পরিচালনা করছিল পাল এয়ারলাইন্স। এটি পূর্ব কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের সেন্ট জন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত।
উল্লেখ্য, গত কয়েক দিনেই বিমান দুর্ঘটনার ঘটনা বেড়ে গেছে। এর আগে, ২৫ ডিসেম্বর কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেন দুর্ঘটনার শিকার হয়, যেখানে ৩৮ জন নিহত হন। এছাড়া, রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১৮১ যাত্রীর মধ্যে ১৭৯ জনের মৃত্যু হয়, শুধু দুইজন বেঁচে যান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh