বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বিভিন্ন দেশের অংশগ্রহনে করা প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) শপথ নেয়ার পর এক নির্বাহী আদেশে সই করার মাধ্যমে তিনি এই পদক্ষেপ নেন। খবর রয়টার্স
ট্রাম্পের এই নির্বাহী আদেশের মধ্য দিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী এই দেশটিকে জলবায়ু চুক্তির বাইরে নিয়ে যাওয়া হলো। এর আগে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প নিজের দেশের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
পরে ২০২১ সালে ক্ষমতায় এসেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। মূলত বাইডেন হোয়াইট হাউসে বসার ঠিক এক মাস পর আন্তর্জাতিক জলবায়ু চুক্তি বা প্যারিস চুক্তিতে ফিরেছিল যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত বৈশ্বিক জলবায়ু চুক্তিটি ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে বিশ্বের দেশগুলোকে একতাবদ্ধ করেছিল। সেসময় দুইশটির মতো দেশ ঐক্যমত্য পোষণ করে । দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অঙ্গীকার করে।
প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহারের মধ্য দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান, লিবিয়া ও ইয়েনসহ সেই সব দেশের কাতারে নিয়ে গেছে যারা ২০১৫ সালে ওই চুক্তির বিরোধীতা করেছে।
এদিকে, বিজ্ঞানীরা বরাবরই বলেছেন, পৃথিবীতে আসন্ন বিপজ্জনক জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্যারিস চুক্তিকে অবশ্যই কার্যকর করতে হবে। আর এমন সময়ই এই জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh