সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউ ব্রাউন ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা। এ ছাড়া একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপ-প্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্ত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে কিউ ব্রাউনকে অপসারণ করে তার জায়গায় বিমান বাহিনীর (অব.) লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে নিয়োগ দিয়েছেন।

ট্রাম্পের এই নিয়োগকে ‘অভূতপূর্ব’ বলছেন বিশ্লেষকেরা। কারণ জেনারেল কেইনকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি ‘ফোর স্টার’ জেনারেলও না।

গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘জেনারেল চার্লস কিউ ব্রাউন একজন ভদ্রলোক এবং অসাধারণ নেতা ছিলেন।’

ট্রাম্প তাঁর পোস্টে আরও কয়েকজন সামরিক কর্মকর্তাকে অপসারণ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে।’

এদিকে সিএনএন জানিয়েছে, নৌবাহিনীর প্রধান পদ থেকে বরখাস্ত হওয়া লিসা ফ্রাঙ্কচেট্টি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান। কিন্তু তাঁর নিয়োগে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। তিনি ২০২৪ সালেই লিসার সমালোচনা করেছিলেন। হেগসেথ তাঁর বইয়ে লিসা সম্পর্কে ব্যাঙ্গ করে লিখেছেন, ‘যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন, তবু আমরা মাথা উঁচু করে রাখতে পারব। কারণ আমাদের অন্তত একজন প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করার মাধ্যমে তিনি সেই রদবদলের সূচনা করলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমান এফ-১৬ এর পাইলট কাইন গত বছর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) মিলিটারি অ্যাফেয়ার্সের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh