১৩ বছর বয়সী ক্যান্সার যোদ্ধাকে ‘সিক্রেট সার্ভিস এজেন্ট’ বানালেন ট্রাম্প

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যাওয়া যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর ডিজে ড্যানিয়েলকে সম্মানসূচক সিক্রেট সার্ভিস এজেন্ট ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার ড্যানিয়েলকে তার পরিবারসহ হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ব্যাজ প্রদান করেন।

হোয়াইট হাউসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এ সময় ড্যানিয়েল প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন ।

এর আগে কংগ্রেসে মঙ্গলবার যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ক্যান্সার বিজয়ী কৃষ্ণাঙ্গ কিশোর ডিজে ড্যানিয়েলকে সম্মানসূচক সিক্রেট সার্ভিস এজেন্ট পদবী দেওয়া হবে বলে জানান।

এ সময় কংগ্রেসে উপস্থিত সবার করতালিতে কক্ষ ফেটে পড়ে। ড্যানিয়েলকে সে সময় উপস্থিত ব্যক্তিরা উচু করে ধরেন।

সিক্রেট সার্ভিস এজেন্ট হতে পেরে খুশি ড্যানিয়েল। কংগ্রেসের অধিবেশন শেষে ফক্স নিউজকে সে বলে, “ডোনাল্ড ট্রাম্প আমাদের (তার পরিবারসহ) এখানে আমন্ত্রণ জানানোয় আমি খুবই কৃতজ্ঞ। ভাবতেও পারিনি এখানে এত লোক থাকবেন।”

২০১৮ সালের সেপ্টেম্বরে ডিজে ড্যানিয়েলের এপেনডিমোমা বা থাইরয়েড টিউমার ধরা পড়ে। যা ক্যান্সারে রূপ নেয়। সে সময় তার চোখে ছানি জনিত সমস্যাও দেখা দেয়।

ট্রাম্প কংগ্রেসে দেওয়া বক্তব্যে বলেন, “ডাক্তাররা বলেছিলেন, মাত্র পাঁচ মাস সময় ওর হাতে। সেটি ৬ বছর আগের কথা। মৃত্যুর সঙ্গে লড়াই করে গেছে ডিজে ড্যানিয়েল। ওর বাবা ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ ওকে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করছি আমরা। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে একজন এজেন্ট হিসেবে ওকে নিয়োগ করার জন্য নির্দেশ দিচ্ছি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে।”

এখন পর্যন্ত ড্যানিয়েলকে ১৩ বার মস্তিষ্কে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়। প্রত্যেক অস্ত্রোপচারে তার ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে।

শুধু সিক্রেট সার্ভিস এজেন্ট নয়। এ পর্যন্ত ১০০টি বিভিন্ন সংস্থার ব্যাজ অর্জন করেছে সে। এ ছাড়াও আরও ৯০৮টি সংস্থা তাকে স্বীকৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের তথ্যমতে, শৈশবকালীন এপেনডিমোমা হলো এক ধরণের টিউমার, যা মস্তিষ্ক বা মেরুদণ্ডে শুরু হয়। পরে কেন্দ্রীয় স্বায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। প্রতিবছর যুক্তরাষ্ট্রে এপেনডিমোমাতে আক্রান্ত হয় ২০০ থেকে ২৫০ জন শিশু।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh