হীরার ভেতরে হীরা!

হীরার দর্শন পাওয়াই অনেকের কাছে ভাগ্যের ব্যাপার। তবে রাশিয়ায় এক খনিতে এবার যে হীরা পাওয়া গেছে, তা এর আগে বিশ্বের কেউ কখনো দেখেনি। সাইবেরিয়ার একটি খনি থেকে পাওয়া এ হীরার মধ্যে আরো একটি হীরা রয়েছে, যা একেবারে আলাদা ও নড়াচড়া করে।

রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি শুক্রবার জানিয়েছে, হীরাটি সাইবেরিয়ার ইয়াকুতিয়ার নাইরবা খনি থেকে উত্তোলন করা হয়েছে এবং এর বয়স ৮০ কোটি বছরের বেশি হতে পারে।

রাশিয়ার মাত্রিওস্কা পুতুলের নামে এর নাম রাখা হয়েছে। আসলে এই পুতুলগুলো এমনভাবে তৈরি করা হয়, যাতে একটি বড় পুতুলের ভেতর আর একটি ছোট পুতুল সুন্দরভাবে ঢুকে যায়। 

হীরাটির মোট ওজন ০.৬২ ক্যারেট। তার মধ্যে ভিতরের হিরেটির ওজন ০.০২ ক্যারেট। 

হীরাটি আবিষ্কার হওয়ার পর হীরা বিশেষজ্ঞরা সেটিকে নানাভাবে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা একটি তত্ত্বে উপনিত হয়েছেন। তারা মনে করেছেন, প্রথমে ভেতরের ছোট হীরাটি তৈরি হয়, পরবর্তীকালে বাইরের হীরাটি তার চারদিকে গঠন হয়ে যায়। তবে দু’টি হীরার মাঝে কী ভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরো গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

মাত্রিওস্কা হীরাটি যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইনস্টিটিউটে আরো পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন অ্যালরোসা কর্তৃপক্ষ। -আনন্দবাজার পত্রিকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //