৮৫ কেজি ওজনের শিশু কুস্তিগীর

১০ বছর বয়সি ৮৫ কেজি ওজনের শিশু কিউটার স্বপ্ন সুমো কুস্তিতে ইউকোজুনা হওয়া, অর্থাৎ সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে পৌঁছানো৷ ইতিমধ্যে অনূর্ধ্ব ১০-এ বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে সে৷

জাপানের সুমো কুস্তিগীর কিউটা ১০ বছর বয়সে যেমন সমবয়সিদের চেয়ে ওজনে দ্বিগুণ, শক্তিতেও তেমনি৷ গত বছর অনূর্ধ্ব ১০-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রিটেন এবং ইউক্রেনের প্রতিযোগীদেরও হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷

কিউটা ১০ বছর বয়সেই সমবয়সিদের চেয়ে ওজনে দ্বিগুণ৷

কিউটা কিন্ডার গার্টেনে থাকা অবস্থাতেই তার বাবার আগ্রহে সুমো টুর্নামেন্টে অংশ নেয়৷ বাবা সাবেক অপেশাদার সুমো খেলোয়াড় তাইসুক তার ছেলে সম্পর্কে বলেন, ‘‘কিউটা নিজে থেকেই এসব করতে পারে, ওর ভেতরে প্রতিভা রয়েছে তাই সে টুর্নামেটে জিতেছে৷ কিউটা আসলে কথা কম বলা লাজুক ধরনের একটি ছেলে৷ তবে ওর চেয়ে বড় বয়সিদের সাথে কুস্তি করে, বড়দের হারিয়ে ভীষণ মজা পায় সে৷’’ বাবা সপ্তাহে ছয়দিন ছেলেকে কঠিন প্রশিক্ষণ দেন৷ কুস্তির সময় বাবা ছেলেকে এমন শক্ত করে চেপে ধরেন যে ১০ বছর বয়সি ছেলের নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং সে কান্নকাটি করে৷ তারপরও বাবা মনে করেন, ছেলের ভেতর থেকে পুরোটা বের করে আনার এটাই একমাত্র উপায়৷  তাছাড়া সুমো কুস্তির সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছুতে কিউটা নিয়মিত সাঁতার কাটে এবং অনুশীলন করে থাকে৷ 

ছেলের প্রতিভার পুরোপুরি বিকাশের জন্য পরিবারের সবাইকে নিয়ে চলে যান ফুকাগাওয়া অঞ্চলে৷ টোকিওর ওই অঞ্চলে সুমোর ঈশ্বর বাস করেন বলে অনেকের বিশ্বাস৷ সুমো কুস্তিগীর তৈরির বিখ্যাত অনেক ক্লাব রয়েছে সেখানে৷

কিউটা দিনে গড়ে এক লিটারেরও বেশি দুধ পান করে এবং প্রচুর প্রোটিনসহ দিনে ২,৭০০ থেকে ৪,০০০ ক্যালোরি গ্রহণ করে থাকে৷ মাংসের স্টেক তার প্রিয় খাবার৷

সূত্র- ডয়েচে ভেলে  


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : কুস্তিগীর

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //