বিশ্ব পরিযায়ী পাখি দিবস আজ

পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবছর ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ পালিত হয়। আজ শনিবার (১৪ মে) বিশ্ব পরিযায়ী পাখি দিবস। 

বিশেষজ্ঞরা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূর করতে দিবসটি পালনের উদ্দেশ্য। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে এই দিবস পালন শুরু করা হয়।

বাংলাদেশে ৭১৫ প্রজাতির পাখি আছে। এর মধ্যে ৫০ প্রজাতির পাখি ঝুঁকির মধ্যে আছে বলে প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএনের তালিকায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পাখির বিষয়ে জানতে চাইলে পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ডস ক্লাবের সভাপতি ইনাম আল হক বলেন, বাংলাদেশ ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি। পাখির বাসা বাঁধা, চরে বেড়ানোর মতো জায়গা কম। একমাত্র সুন্দরবন ছাড়া পাখির নির্বিঘ্ন আবাসস্থল নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //