মৌমাছিকে বাঁচাতে টিকা

বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় কৃত্রিম উপায়ে মৌমাছির পালন ও সংরক্ষণ ব্যাপক হারে বাড়ছে। মধু আহরণ থেকে শুরু করে কৃষিক্ষেত্রে পরাগায়নে ব্যবহার হচ্ছে মৌমাছি। তবে আমরা অনেকেই জানি না মৌমাছিও নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবার বিভিন্ন রোগ থেকে মৌমাছিকে রক্ষা করতে বিশ্বের প্রথম টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 

মৌমাছিদের জন্য বিশেষভাবে এ টিকাটি তৈরি করেছে মার্কিন বায়োটেক কোম্পানি দালান অ্যানিমাল হেলথ। এই টিকা মৌমাছিকে ফাউলব্রুডসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফাউলব্রুড রোগ থেকে মৌমাছিদের রক্ষা করতে শর্তসাপেক্ষে এ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ)।

ডালান অ্যানিমেল হেলথের প্রধান নির্বাহী অ্যানেট ক্লেইজার বলেন, মৌমাছি রক্ষায় একটি যুগান্তকারী আবিস্কার আমাদের টিকা। আমরা পোকামাকড়ের যত্নে কিছু পরিবর্তন আনতে প্রস্তুত। আমরা তা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই। যা পুরো বিশ্বের খাদ্য উৎপাদনকে প্রভাবিত করে।

মৌমাছি সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং কীটাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এছাড়া পূর্ণাঙ্গ মৌমাছি একারাইন, আমাশয়, ফাউলব্রুড, অবশতা ও ফাঙ্গাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এর মধ্যে ফাউলব্রুড একটি অন্যতম ভয়ংকর রোগ।

আমেরিকান ফাউলব্রুডের আরেকটি নাম বন্ধ ব্রুড ফাউলব্রুড। যা মৌমাছির জন্য সবচেয়ে বিপজ্জনক প্রজাতি।

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিকভাবে বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকারীদের টিকাটি ব্যবহারের জন্য অনুমতি দেয়া হবে। যা ফাউলব্রুড ও ব্যাকটেরিয়া পেনিব্যাসিলাস থেকে মৌমাছিকে রক্ষা করবে। বর্তমানে এই রোগের কোনো নিরাময় নেই, যা মার্কিন যুক্তরাষ্ট্রের এক চতুর্থাংশ মৌমাছির আমবাতে পাওয়া গেছে।

এ রোগ থেকে বাঁচাতে যেকোনো সংক্রামিত মৌমাছির সকলকিছু ধ্বংস ও পুড়িয়ে ফেলতে হবে। একইসাথে এ টিকা ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

টিকাটি তৈরিতে দালান অ্যানিমাল হেলথের সাথে কাজ করেছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একজন কীটতত্ত্ববিদ কিথ ডেলাপ্লেন। তিনি বলেন, টিকাটি মৌমাছিকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে। ফাউলব্রুডের আক্রমণ থেকেও বাঁচাবে। এতে মৌমাছির মৃত্যুর হার কমিয়ে দেবে।

আমেরিকান ফাউলব্রুড প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছিল। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। টিকা উৎপাদনকারী কোম্পানি দালান বলছে, টিকা উৎপাদনের এ সাফল্য মৌমাছির অন্যান্য রোগের ওষুধ খুঁজে বের করতে সাহায্য করবে। যেমন ফাউলব্রুডের ইউরোপীয় সংস্করণ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //