এই প্রথম চাঁদে পা পড়বে কোনো নারীর

সম্প্রতি চন্দ্রাভিযানের দল ঘোষণা করেছে নাসা। প্রায় ৫০ বছর পর আবারও চাঁদে মানুষের পা পড়তে চলেছে। আগামী বছর নাসা চাঁদের যে মিশন তৈরি করছে, তার নাম দেওয়া হয়েছে আরটেমিস টু লুনার মিশন।

এবারের চন্দ্রাভিযানে একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে একসঙ্গে। এই প্রথম চাঁদে পা পড়বে কোনো নারীর। এই নারী নভোচারীর নাম ক্রিস্টিনা কোচ। একই সঙ্গে এই প্রথম চাঁদে যাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ। তার নাম ভিক্টর গ্লোভার।  এই প্রথম চাঁদে যাবেন কানাডার কোনো নাগরিক।

নাসার তিনজন মহাকাশযাত্রী এই মিশনে যোগ দেবেন। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারে দীর্ঘদিন কাজ করেছেন। নারী হিসেবে সবচেয়ে বেশিদিন মহাকাশের গবেষণাগারে সময় কাটিয়েছেন চাঁদে পা দিতে যাওয়া নারী। সব মিলিয়ে তিনি সেখানে ছিলেন ১১ মাস।

প্রসঙ্গত, এর আগে ১৯৭২ সালে এক মহাকাশচারী চাঁদে গিয়েছিলেন । সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম ছিল অ্যাপোলো এক্সপ্লোরেশন। চাঁদে পৌঁছানোর পর প্রথমে তার কক্ষপথ ঘুরে দেখবেন মহাকাশচারীরা। তারপর তারা চাঁদে পা দেবেন।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //