আরো ৭ এমপি করোনায় আক্রান্ত

দেশের আরো সাত সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দুইদিনে মোট ১৩ এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। 

এর আগে শনিবার (৭ নভেম্বর) ছয় এমপির করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আর গতকাল রবিবার (৮ নভেম্বর) এসেছে আরো সাত এমপির করোনা আক্রান্তের খবর।

এদের মধ্যে এক এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দুইজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। গতকাল সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনা পরীক্ষা করা হয়। এরপরই এই এমপিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

করোনা আক্রান্ত এই সাত এমপি হলেন- পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) মকবুল হোসেন, ঢাকা-১৩ আসনের সাদেক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কিশোরগঞ্জ-৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট-১ আসনের শেখ হেলাল উদ্দীন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার। 

অন্যদিকে অনেক দিন ধরে করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নমুনা পরীক্ষার ফল আবারো পজিটিভ এসেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //