বন্ধ পাটকল চালুর সুপারিশ

বাংলাদেশের বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন করে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সচল করার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংসদ ভবনে কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মো. মুজিবুল হকের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার ও মো. আনোয়ার হোসেন (হেলাল)।

বৈঠকে বন্ধ পাটকলের শ্রমিকদের মামলা প্রত্যাহার/নিষ্পত্তি করে তাদের সব পাওনা পরিশোধের সুপারিশ করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //