প্রতিটি নির্বাচনী এলাকায় দেয়া হবে ক্রীড়া সামগ্রী

সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী বিতরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া পরিদপ্তর থেকে চলতি অর্থ বছরে সংসদীয় আসন ভিত্তিক যেসব ক্রীড়া সামগ্রী প্রদান করবে তার তালিকাও তৈরি করেছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল ১৫টি, ভলিবল নেট ৮ টি, ব্যাডমিন্টন র‌্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন সাটল কর্ক ৩ বক্স, ব্যাডমিন্টন নেট ৩টি, হ্যান্ড বল (সাইজ-১) ৪টি, হ্যান্ড বল (সাইজ-২) ৪টি, দাবা সেট ৮টি, ক্যারাম বোর্ড সেট ২টি, ক্রিকেট সেট ৩টি বরাদ্দ দেয়া হয়েছে।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের ৭টি ক্রিকেট স্টেডিয়াম আছে। এছাড়া কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় ফিজিবিলিটি স্টাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //