বিদ্যুৎ সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ

বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি সব মামলার তালিকা করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করে।

কমিটি সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি দেশের জেলা ও উপজেলার পোস্ট পেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরো জোরদার করার সুপারিশ করেছে।

বৈঠকে দেশের বিদ্যুতখাতের চলমান প্রকল্পগুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় বলে বৈঠকের কার্যবিবরণী থেকে জানানো হয়েছে।

বর্তমানে ৬৫২ মেগাওয়াট ক্ষমতার ১১টি রেন্টাল/কুইক রেন্টাল চালু রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে এসব বিদ্যুৎ কেন্দ্র অবসরে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //