১৪ নভেম্বর সংসদের ১৫তম অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ওই দিন বিকেল ৪টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (২৭ অক্টোবর) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয়ে সূত্রে জানা গেছে। এর আগে সংসদের ১৪তম অধিবেশন গত ১৬ সেপ্টেম্বর শেষ হয়। সংবিধানের বিধান মতে, সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //