ফেরি উল্টানোর ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি

পাটুরিয়া ঘাটে ফেরি উল্টে যাওয়ার কারণ তদন্ত করবে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি সাব কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য শাজাহান খানকে আহ্বায়ক করে গঠিত সাব কমিটির অন্য সদস্যরা হলেন রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর।

এদিকে কমিটি দেশের সব সমুদ্র বন্দরের জন্য একক আইন করার সুপারিশ করেছে। এছাড়া দেশের সব নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করে কমিটি।

বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর সংসদে রিপোর্ট দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর, এস এম শাহজাদা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //